জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে এক তথ্য সূত্রে জানা যায়।
যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ করনায় আক্রান্ত হওয়ায় তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগ চেয়ারম্যানের আশু রোগ মুক্তির জন্য সারাদেশে সকল মসজিদ-মন্দির গির্জা,প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনা সভার আয়োজন করার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল যুবলীগের নেতা কর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন,
যুবলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
এরই সূত্র ধরে আজ (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক, হাজ্বী দুলালের আহবানে, জুম্মাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সাধারণ মুসল্লির পাশাপাশি যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।