কুড়িগ্রাম প্রতিনিধি :
পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয়ের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী।
বুধবার সকাল ১১টায় শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, পৌর মেয়র মো. কাজীউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন ও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসীসহ অনেকে।কর্মশালায় শিক্ষার্থীদের শব্দদূষণ সম্পর্কে সচেতনমূলক ডকুমেন্টারি প্রচার ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন