তৈয়বুর রহমান কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা দুর্নীতি দমন কমিশন দুদক এর সহযোগিতায় ১৮ জন মেধাবী শিক্ষার্থী পেলেন বৃত্তি ও শিক্ষা উপকরণ।
সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
কুড়িগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ মিলন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকা ও শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, কাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপস্থিত অতিথি বৃন্দ মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন