হুমায়ুন কবির সুর্য্য,কুড়িগ্রাম
কুড়িগ্রামে সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুড়িগ্রামে সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বিকেলে রাজারহাটের রতিগ্রাম বাজারস্থ আঞ্চলিক অফিসে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কেককাটা ও এতিম শিশুদের দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির সুর্য, সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশন’র চেয়ারম্যান আরজিনা আক্তার চৌধুরী, পরিচালনা মন্ডলির সিনিয়র সদস্য আশরাফুল আলম চৌধুরী, সদস্য সচিব জনাব গোলাম শাহারিয়ার সিক্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশন’র পরিচালক মন্ডলির সদস্য খন্দকার রাশেদুল আনম অপু।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি গর্ভবতী মায়েদের সেবা, পুষ্টিগুণ নিয়ে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গর্ভবতী মায়েদের উপর স্বাস্থ্য বিষয়ক জরিপ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পথ নাটক পরিচালনা করছে।#