হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর কবির জানান, প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে চিলমারীতে মো: রুকুনুজ্জামান শাহিন আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ১৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল করিম লিচু কাপ পিরিচ নিয়ে ১১ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন। রেজাউল করিম ১৬ হাজার ৬১০ ভোটে পরাজিত হয়েছেন।
রৌমারী উপজেলায় মো: শহিদুল ইসলাম শালু কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবর রহমান বঙ্গবাসী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট। বঙ্গবাসী ২৫১ ভোটে পরাজিত হয়েছেন।
অপরদিকে চর রাজিবপুর উপজেলায় মো: শফিউল আলম আনারস প্রতীকে ১৭ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরিফুর রনি তালুকদার রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ ভোট। তিনি ৩৬০ ভোটে পরাজিত হন।
কুড়িগ্রামে ৩টি উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৪২হাজার ৭২৮টি। মোট কেন্দ্র ছিল ১৩৩টি, বুথ ৮৯২টি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিদা করেছেন ১৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১জন।