মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১২ ডিসেম্বর সোমবার সকালে প্রতিবন্ধী নারী বয়স্ক মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠি এবং বয়স্ক প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে কর্মরত এনজিও’র স্টেকহোল্ডারদের সাথে একীভুত চক্ষুসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর আয়োজনে সাইট সেভার্সের সহযোগিতায় একীভুত চক্ষুসেবা কর্মসূচির আওতায় ১২ ডিসেম্বর সোমবার সকালে গুঞ্জন কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রতিবন্ধী নারী বয়স্ক মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠি এবং বয়স্ক প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে কর্মরত এনজিও’র স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মরিয়ম চক্ষু হাসপাতাল এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর যৌথ উদ্যোগে একীভুত চক্ষুসেবা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর ডিজিএম খন্দকার মোস্তাহিদ আলম, সিডিডি’র সহযোগী সমন্বয়কারী এম এ কুদ্দুস জাহিদ, সাইট সের্ভাসের জেলা সমন্বয়কারী মোঃ মাসুদ রানা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, কেপিকেএস এর ইডি আসাদুজ্জামান, ব্র্যাক জেলা শাখার কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিম হাসান, এএফএডি’র সিভি আব্দুল কুদ্দুস, জিইউএস’র ই ডি আব্দুল লতিফ সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।