হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক নির্বাচিত হয়েছেন। এবার দুটি প্যানেলে নির্বাচন কার্যক্রম শুরু হলেও সিনিয়র সাংবাদিকদের মধ্যস্থতায় প্রেসক্লাব ও সাংবাদিকদের ঐক্যমত প্রতিষ্ঠায় একটি প্যানেল নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় রাজু-ফারুক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এরফলে জেলার ঐতিহ্যবাহী সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যগণ সকল প্রকার বিভেদ ভুলে একাত্বভাবে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হন। কুড়িগ্রাম প্রেসক্লাবে বর্তমানে ৩৪জন সদস্য রয়েছে।
এদিকে মঙ্গলবার ৫ মার্চ দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু (মানবজমিন, করতোয়া)। এসময় সহকারি নির্বাচন কমিশনার ইউসুফ আলমগীর (এটিএন বাংলা, এটিএন নিউজ) ও নাজমুল হোসেন (যমুনা টিভি) এর উপস্থিতিতে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০২৪-২৫ দ্বি-বার্ষিক মেয়াদী কার্যনির্বাহি কমিটি নির্বাচনী তফসিল অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা প্রদান করেন।
বিজয়ী সভাপতি রাজু মোস্তাফিজ জনকণ্ঠ ও ৭১ টিভির জেলা প্রতিনিধি, সেক্রেটারী আব্দুল খালেক ফারুক কালেরকণ্ঠ ও ইনডিপেন্টেন্ডে টিভিতে কাজ করেন।
সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন খন্দকার একরামুল হক সম্রাট (আরডিভি, বাংলাদেশ প্রতিদিন), তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা (সময়ের আলো), যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার (বৈশাখী টিভি, আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা (দৈনিক জাগোবাহে), দপ্তর সম্পাদক এম রহমান রঞ্জু (ভোরের কাগজ), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য (দৈনিক সংবাদ, নিউজ টোয়েন্টিফোর টিভি),সমাজকল্যাণ সম্পাদক কে,এম গোলাম রব্বানী (নিউ এজ), সাহিত্য সংস্কৃতি সম্পাদক লাইলী বেগম (দি সাউথ এশিয়ান টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ (স্বদেশ প্রতিদিন), কার্যকরী সদস্য পদে হারুন উর রশিদ (ডেইলি মর্ণিং অবজারভার), ফজলে ইলাহি স্বপন (ইত্তফাক), শফিকুল ইসলাম বেবু (বাংলাভিশন, ইনকিলাব) ও আব্দুল ওয়াহেদ (যায় যায় দিন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *