সোহেল রানা: কুমিল্লা প্রতিনিধি:
১৫-ই আগস্ট-জাতীয়-শোক-দিবস
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের প্রতি–বিনম্র শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনাসভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলার দাউদকান্দি, চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ দলীয় নেতৃবৃন্দরা দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করেন। এরিমধ্যে ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করেছেন। এ সময় বক্তব্য রেখেছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহকারি প্রধান শিক্ষক ওমর ফারুক, অফিস সহকারীর শাহিন মাস্টার সহ আরো অনেকেই গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বক্তব্য রেখেছেন।
১৯ নং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন সফল চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশিদ এর অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখ দিবস শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মামুনুর রশিদ চেয়ারম্যান ১৯ নং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিল্লালুর রশিদ দোলন সাহেব, সার্বিক আয়োজনে ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, সাবেক ছাত্রনেতা জামিল মাহমুদ। উক্ত শোক দিবস আলোচনা সভায় দলীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।