মনজুর হোসেন ঈসাঃ

কুয়েতের সম্মানিত আমীর শায়খ সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র ইন্তেকাল গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং কুয়েতের জনগনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, বন্ধুপ্রতিম দেশ কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মানুষের মধ্যে মৌলিক অনেক বিষয়ে মিল রয়েছে। বিপদে-আপদে দুই দেশ সব সময় পাশে দাঁড়িয়েছে। উপসাগরীয় যুদ্ধের পর কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ মসজিদের শহর, সেই মসজিদ নির্মাণে কুয়েতের অপরীসিম অবদান ও ভূমিকা রয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কুয়েতে নানা প্রতিষ্ঠানে কর্মরত। তারা সে দেশের উন্নয়নে নিরলস অবদান রাখছে। তাদের আয়ের অর্থ দেশে পাঠানোর ফলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এ সকল সম্পর্ক প্রতিষ্ঠায় মরহুম আমীর শায়খ সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র অবদান বাংলাদেশের সরকার, রাজনৈতিক দলগুলো ও জনগন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। বিশ্ব মুসলিম উম্মাহ হারালো একজন বিশ্ব মুসলিম নেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *