ইউডিসি রিপোর্টার
কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার একটি ফলের দোকান থেকে রবিউল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আপন খালাতো ভাই নুর আলমকে আটক করেছে পুলিশ। হত্যার পর রবিউলের লাশ দোকানের পিছনে একটি ড্রামে রেখে বালু ফেলে চাপা দিয়ে রাখা হয়।
পুলিশ ও স্থাণীয়রা জানান, সকালে বাড়ি থেকে দোকানে আসে রবিউল। এরপর খালাতো ভাই নুর আলম পুর্ব বিরোধের জের ধরে তাকে জবাই হত্যা করে প্লাষ্টিকের ড্রামে লাশ রেখে বালি চাপা দিয়ে দোকানের পিছনেই লুকিয়ে রাখে। মডেল থানার পুলিশ এসে লাশ ভর্তি ড্রামটি বের করে আনে। পরে সুরতহাল শেষে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রবিউল ইসলামের বাড়ি মাদারিপুর জেলার টেকেরহহাট উপজেলার শংকরদি গ্রামে। চৌড়হাস এলাকায় মামা নুর হোসেনের বাসায় খাকতো দুই খালাতো ভাই। মামা-ভাগ্নে নামে ফলের একটি দোকান চালাতো তারা।