কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে হাজরা বেওয়া (৭৩)নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীররাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ধরনীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত বছির উদ্দিন মুন্সির স্ত্রী ৮ সন্তানের জননী হাজরা বেওয়া শুক্রবার গভীররাতে নিজ ঘরের আঁড়ার (ধরনা) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখেতে পায়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোন কিছুই বলতে পারছেন না স্বজনরা।
ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।