কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:
লকডাউনে জনসমাগম ঠেকাতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে গিয়ে জনতার ধাওয়ার শিকার হন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এএসআই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইন ইসলাম।এ ঘটনায় রবিবার রাতে উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে কচাকাটা থানায় ১২ জনের নাম উল্লেখ এবং আরোও ১৫ থেকে ২০জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে ।

পুলিশ জানায়, চলমান লকডাউন কাযর্কর এবং স্বাস্থ্য বিধি মানাতে রবিবার ২৫ জুলাই পৌণে সাতটার দিকে কচাকাটা বাজারে দ্বায়িত্ব পালন করছিলেন এএসআই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইন ইসলাম।দ্বায়িত্ব পালনকালে গরুর হাটের দিকে ব্যাপক জনসমাগম দেখতে পান তারা।

সেই জনসমাগম রোধ করতে যান তারা। এসময় কয়েকজন জনতা দৌড় দিলে তাদের মধ্যে একজনের হাতে থাকা বাজার মাটিতে পড়ে যায়। এসময় কিছু লোক উত্তেজিত হয়ে উল্টো বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া করেন।ধাওয়া খেয়ে এএসআই বুলবুল কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পাশে অবস্থিত তার তার ভাড়া বাসায় প্রবেশ করেন।এসময় উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে তার বাসার সামনে অবস্থান নেন এবং বাসার গেট ভেঙে ফেলার চেষ্টা করে।পরে খবর পেয়ে ওসি মাহাবুব আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনা স্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এএসআই বুলবুলকে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা সোমবার ২৬জুলাই সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শণ এবং এ বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা  মামলার দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *