কুড়িগ্রাম জেলা প্রতিনিধি/
কুড়িগ্রাম জেলা সদরের ঘোগাদহ ইউনিয়নে শুন্য হতে ৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা। গত ১৮ জানুয়ারী ঘোগাদহ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মাষ্টারের নেতৃত্বে পরিষদের মেম্বরাররা শুভেচ্ছা জানান ডিডি এলজি জিলুফা সুলতানাকে। তিনি ইউনিয়নের শুন্য হতে ৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পর্কে সবার সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত ১০জন নবজাতকের হাতে জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা পত্র, ১টি করে সোয়েটার বিতরন করেন। ডিডিএলজি জিলুফা সুলতানা শিশুদের জন্ম নিবন্ধন দ্রুত বাস্তবায়নে গ্রাম চকিদারদের কার্যক্রমে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।