কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১লা জানুয়ারী সারাদেশের ন্যায় কুড়িগ্রামে চিলমারীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া হয়।
শনিবার সকালে থানাহাট ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সালেহ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তারুজামান, চিলমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক এস এম রাফি প্রমুখ।অপর দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান। এসময় সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।