স্টাফ রিপোর্টার
জঙ্গি-সন্ত্রাস বিরোধী, মাদক-বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা ও সমস্যা-সম্ভাবনা নিয়ে নাগেশ্বরী উপজেলা পরিষদে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, থানা অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম চৌধুরীসহ অনেকে।
সভায় সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী, ইনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদের তহবিলে থেকে দুস্থদের মাঝে দুই লাখ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *