কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শনিবার (৬জুন) নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬জন। সুস্থ হয়েছে ৫৩জন। এখনো ২৩ জন চিকিৎসাধীনে রয়েছে। আক্রান্ত ব্যক্তি নাগেশ্বরী পৌরসভার মনিরচর এলাকার বাসিন্দা। পেশায় তিনি কলেজ শিক্ষক বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি করোনা রোগীর সংস্পর্শে আশায় গত ২জুন তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। তাকে আপাতত: হোম আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।