কুড়িগ্রাম প্রতিনিধি :
করোনার মহাসংকটে এসেছে ঈদ-উল আযহা। এ ঈদ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদীভাঙ্গন কবলিত ও দুস্থ্য ৫শ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি স্কুল মাঠে এসব বিতরণ করেন আওয়ামীলীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ভাঙন কবলিতদের চাল, ডাল, লাচ্চা, চিনিসহ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বামনডাঙা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল হক প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মজিবর রহমান, সাবেক কাউন্সিলর মমিনুর রহমান ভোলা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রুবেল, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি তুষার প্রধান প্রমুখ।