কুড়িগ্রাম প্রতিনিধি :
সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কুড়িগ্রামের নাগেশ্বরীসহ জেলায় দ্বিতীয় দিনের মত পূর্ণদিবস কর্মবিরতী পালন করেছেন। এ সময় বিক্ষোভ করেন তারা।
বুধবার সকাল থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শাখার আহ্বায়ক মো. জিল্লুর রহমান, ওয়ারেছ আলী, নীহার রঞ্জন ব্যানার্জী প্রমূখ। বক্তারা জানান, দাবী আদায়ের লক্ষ্যে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অফিসিয়ালি সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।
সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ভূমি কার্যালয়ের অফিস সহকারিরা এ আন্দোলন দীর্ঘদিন থেকে করে আসছে।