ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে বিদেশ থেকে আগত ৫৬ ব্যক্তি হোম কোয়ারেন্টে না থাকায় স্থানীয় এলাকবাসীর মধ্যে করোনা আতংক দেখা দিয়েছে। ইমেগ্রেশন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন ল্যান্ডপোর্ট ও এয়াপোর্ট দিয়ে ৫৬ জন ব্যক্তি ভারত, সিঙ্গাপুর সৌদি আরব, সুদান, ওমান ও কাতার থেকে ভূরুঙ্গামারীতে আগমন করে। এরা এসব ব্যক্তি হোম কোয়ারেন্টে না থেকে প্রকাশ্য চলাফেরা করছে। এসংক্রান্ত গোয়েন্দা তথ্য থানায় আসার পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ওসি এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জরুরী বৈঠকে বসে। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান, ইতিমধ্যে ২০ ব্যক্তির বিদেশ থেকে আসার ২০ দিন পার হয়েগেছে কাজেই তাদের হোম কোয়াকোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নাই। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে বিদেশ ফেরৎ ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টে রাখার নির্দেশ দেয়া হয়েছে । অন্যথায় তাদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ইতিমধ্যে আমরা ৬ ব্যক্তিকে খুজে বের করে হোম কোয়ারেন্টে থাকার পরামর্শ দিয়েছি। বাকীদের কাছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাঠানো হবে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, গোয়েন্দারে মাধ্যমে খবর পাবার পর আমরা জরুরী বৈঠক করেছি এবং আমাদের করনীয় নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেয়া হয়েছে। তালিকায় নাম থাকা লাকু মিয়া জানান, তিনি ১ বছর হয় ভারত থেকে আসেন। শফিকুর রহমান নামে এক ব্যক্তির দেয়া মোবাইলে ফোন করলে তিনি জানান, তিনি শফিকুর রহমান নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন