মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশন, ভূরুঙ্গামারীর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন খতম, দোয়া, র্যালী ও ইসলাম প্রচার- প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সকাল ১০ টায় একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হবিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মতিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রতিনিধি মাওলানা আশফাকুর রহমান।