কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছে। পারিবারিক সুত্রে মাছ ধরার কথা বলা হলেও বিজিবি ও এলাকাবাসী জানায় বুধবার বিকাল সাড়ে চারটার দিকে নিহত যুবক জাহাঙ্গির আলম বাংলাদেশ – আসাম সীমান্তের ১০১৪ আন্তর্জাতিক পিলারের এস- ৩ এর নিকট তার গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বিএসএফের ছোড়া গুলি জাহাঙ্গিরের পেটে বিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সন্ধা ৬টার দিকে হাসপাতালেই জাহাঙ্গির মার যায়। জাহাঙ্গির বলদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মংলারকুটির খুটামারা গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে। কুড়িগ্রাম বিজিবি ৪৫ ব্যটালিয়ন এর কেদার ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা, সায়েম জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গিরকে হাসপাতালে আনার আগেই রাস্তায় মারা গেছে। পরে লাশ ময়নাতদন্তের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।