রবিউল আলম লিটন ভুরঙ্গামারী থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল বৃহস্পতিবার ভোরে ২৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
জানাগেছে, উপজেলার উত্তর তিলাই গ্রামের শাকিল (৮টি), মিজানুর (৪টি), মনির (৫টি), আবুল হোসেন (২টি) ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আজিবর (৮টি) করে ভারতীয় গরু পাচার করে ভুরুঙ্গামারী বাজারের পাশে জনৈক মফিজের বাড়িতে লুকিয়ে রাখে। দিয়াডাঙ্গা বিজিবি গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ২৭টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকার উপরে বলে জানাগেছে। গরু মালিক শাকিল , মিজানুর ও আবুল জানান,, গরু পাচারের জন্য গরু প্রতি স্থানীয় ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন ও শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ ৫ হাজার টাকা করে আদায় করেছে। গরু প্রতি টাকা আদায়ের পরও গরু আটক হওয়ায় ক্ষুব্দ ব্যবসায়ীরা গোলাম ইয়াসীনকে উপজেলা চেয়াম্যানের নিকট বৃহস্পতিবার ১২ টায় হাজির করে বিচার দাবী করেছে। পরে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর কাছে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এব্যাপারে গোলাম ইয়াসিনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, গরু আটকের পর ব্যবসায়ীরা ভাইস চেয়ারম্যানকে নিয়ে আমার কাছে এসেছিলো। কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার গরু আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভারতীয় গরু আটকের কারনে সীমান্তে চোরাচালান যেমন কমেছে তেমনি সীমান্ত হত্যাও প্রায় বন্ধ হয়ে গেছে।