কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমার বিরোধে পেট্রোল দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ । সংঘর্ষে ৬ জন আহত। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামে। জানাগেছে উক্ত গ্রামের মৃৃত ইসমাইল হোসেনের পুত্র ছলিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী বাবুল আক্তারের দীর্ঘদিন থেকে ৩ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঐ জমি ছলিম উদ্দিন গং দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসা অবস্থায় হঠাৎ বাবুল আক্তার ২ মাস পুর্বে বিরোধপুর্ণ জমিতে বসতবাড়ি নির্মাণ করে। ছলিম উদ্দিনগং বাড়ি ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালালে বাবুল কুড়িগ্রাম আদালতে ১৪৪ ধারা ও ১০৭ ধারায় ২ টি মামলা দায়ের করে। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় উক্ত ছলিম উদ্দিনগং সংঘবদ্ধ প্রায় শতাধিক লোকজন বাবুল আক্তারের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারপীট ও জখম করে বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করলে ৪টি ঘর সহ বিভিন্ন জিনিস,ধান,চাল,আসবাবপত্র ও নগদ টাকা সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুুড়ে ছাাই হয়। এলাকাবাসী এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মারপীটে আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাড়ির মালিক বাবুল আক্তার(৫০),মনির বাবু(৩০)ইব্রাহীম আলী(৫০),জহুরুল ইসলাম(৩০),সাবুু মিয়া(৪৫) ও হবিবর রহমান(৪০)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
সংঘর্ষে ব্যবহৃত লাঠি,ফালা,উদ্ধার করে থানায় আনে। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান,মামলার প্রস্তুতি চলছে।