কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে ঝুনকা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাজামাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের জামাল, সাইফুর রহমান, আব্দুল করিম মধু, ডাঃ জাহিদুল ইসলাম, দুলাল বেপারী, মোন্নাভ মিয়া, মাওলানা হাবিবুর রহমান, নজরুল ইসলাম মেধা, জহুরুল ইসলাম বাচ্চু, আব্দুল মালেক, শহীদ মন্ডল, আনোয়ার হোসেন, ডাঃ শফিকুল ইসলাম, শ্রী সুনীল জোদ্দার প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মনি মিয়া, রুহুল আমিন বাচ্চু। দক্ষিণ ঝুনকা ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাজামাল সরকার বলেন- সুস্থ্য সুন্দর জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নাই। করোনা ভাইরাস জনিত কারনে জাতি উদ্বিগ্ন। প্রতিকুলতার মাঝেও প্রত্যন্ত এলাকায় ঝুনকা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন একটি সুন্দর উদ্যোগ । এ জন্য আয়োজক কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।