কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে গরুর সাথে বাস অশীতিপর শান্তি বালার পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম। তিনি শান্তিবালার বাড়ি চাকিরপশার ইউনিয়নের মালিপাড়ায় গিয়ে তার হাতে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল টিন ও কম্বল তুলে দিয়েছেন।
অশীতিপর শান্তিবালার সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি গোচর হয়। এর পর তিনি তাকে সহযোগিতা করার জন্য এ পদক্ষেপ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াসমিন বেগম।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম বলেন, সুযোগ আসলে পরবর্তীতেও শান্তি বালার জন্য সহযোগীতা থাকবে।