মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা পুলিশের সার্বিক সহযোগীতায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান উপকমিটির আয়োজনে ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতানা রেনু,রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরু,আওয়ামীলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম,রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।ত্রান বিতরন কালে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বন্যার্তদের উদ্দেশ্যে বলেন কুড়িগ্রাম জেলা পুলিশ বন্যাসহ করোনা মোকাবেলায় সরকারী ও নিজস্ব ত্রান সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে এসে মানবিক কাজ করে যাচ্ছে।তাদের এ কাজ অব্যাহত থাকবে।