কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোাগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদর ও রৌমারী উপজেলা পরিষদে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
বর্তমান সরকারের গৃহিত উন্নয়ন মুলক কার্য্যক্রম জনগণ তথা প্রান্তিক জনগোষ্টির মাঝে তুলে ধরার লক্ষে রৌমারী উপজেলা চত্বরে বৃহস্পতিবার ৩দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপত্বিতে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা প্রমূখ।
উন্নয়ন মেলায় সরকারী, বে-সরকারী ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।