রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপূত্র নদে নেট জাল পরিস্কার করতে গিয়ে এক গৃহবধু নিহত হয়েছেন। নিখোঁজ গৃহবধুর নাম হায়াতন খাতুন (৪০)। তিনি উপজেলার বেদবর ইউনিয়নের বাইটকামারী গ্রামের জলিল উদ্দিনের স্ত্রী। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে তিনি নিখোঁজের পর থেকে রৌমারী ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারের চেষ্টা চালালেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর ছেলে রবিউল ইসলাম জানান, সোমবার সকালে আমরা ব্রহ্মপূত্র নদের চরে গদার আলগায় চিনি মাড়াইয়ের কাজ শেষে বাড়ি আসি। পরে নেট জাল পরিস্কার করতে নদীর পাড় যান মা। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার ধারনা, পায়ে নেট জাল আটকে তিনি পানিতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের পর থেকে রৌমারী ফায়ার সার্ভিসকে জানালে তারা মঙ্গলবার সকাল থেকে চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার খোরশদ আলম জানান, আমরা প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালাই। কিন্তু বৃষ্টি এবং নদের তীব্র স্রোতের কারনে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। তবে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।