স্টাফ রিপোর্টাার
কুড়িগ্রাম পুলিশ লাইনে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে জেলার ৬২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার ৩৮ টি ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সমাজ থেকে মাদক ,জুয়া ,বাল্যবিবাহ , নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।সমাজ থেকে এসব প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন।পুলিশ সুপার আরো বলেন,ওয়াজের নামে কেউ যাতে উস্কানীমূলক বক্তব্য না দেয়, মেলার নামে অশ্লীলতা বা জুয়া যাতে না চলে সে বিষয়ে ওসিসহ সকলকে সতর্ক করা হয়েছে।

শীতকালে গ্রামের বাজারে নাইটগার্ড মোতায়েন করা, পাশাপাশি গরু চুরি রোধে নদী তীরবর্তী এলাকাসমূহে পুলিশের টহল জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *