কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রাম সদর উপজেলার স্পিনিং মিল সংলগ্ন রাস্তার পাশের জমি থেকে ৩০/৩২ বছর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের স্পিনিং মিল সংলগ্ন জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করা।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরতহাল রিপোর্ট পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসীর ধারনা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে গেছে।