কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধরকারকুটি বোর্ডের হাট এলাকার বাসিন্দা মকবুল হোসেন এর পুত্র আব্দুর রহিম। অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার ডিলার হিসেবে গোপনে কাজ করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ায় এলাকায় ডলার রহিম নামে পরিচিত পেয়েছে বলে অভিযোগ করেছে ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট ব্যারাকুটি অনন্তপুর এলাকার মৃত আনছার আলীর পুত্র আমিনুল ইসলাম।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে আমিনুল ইসলাম অভিযোগ করে জানায়, আব্দুর রহিম একজন চিহ্নিত অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার ডিলার। বিভিন্ন এলাকায় ক্রিকেট বাজিসহ অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার আয়োজন করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার কারণে উঠতি বয়সের তরুণ যুবক ও সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে সর্বশান্ত হচ্ছে। সে বিভিন্ন ভাবে বিদেশে টাকা পাচারের সাথে যুক্ত রয়েছে। আব্দুর রহিম নিজে এবং পরিবারের অন্য সদস্যদের নামে বিকাশ এজেন্ট এবং নগদ এর মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলার টাকা লেন-দেন করে আসছে। সে পুবালী ব্যাংক লিঃ নাগেশ্বরী শাখায় জিসান কনস্ট্রাকশন নামীয় চলতি হিসাব নম্বর খুলে ভারত সহ বিভিন্ন দেশে টাকা পাচার করছে বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন সময়ে সামান্য ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর পুত্র আব্দুর রহিম কয়েক বছরের ব্যবধানে কুড়িগ্রাম জেলায় বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার জমি ক্রয় করেছে। এসকল ঘটনায় এলাকার শান্তি শৃংখলা রক্ষায় এবং যুব সমাজকে জুয়া মুক্ত রাখতে আব্দুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে স্থানীয় আমিনুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *