কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী কুড়িগ্রামেও পালিত হয়েছে।বুধবার সকালে দলীয় কাযার্লয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এর পরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সহ-সভাপতি চাষী করিম,এসএম আব্রাহাম লিংকন,যুগ্ন সম্পাদক আনম ওবায়দুর রহমান,পৌর মেয়র কাজিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু,ও সদস্য খ,ম আতাউর রহমান বিপ্লব সহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও করোনা সচেতনতার উপর ক্যাম্পেইন করা হয়।