মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় দুই নর-সুন্দরের (নাপিত) আগুনে পুড়ে গেছে দুটি ঘর।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুুটি (৯নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শ্রী রাজেনচন্দ্র শীল (৫৫) এর ঘরে দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের শ্রী সন্তোষ কুমার শীলের (৬০) ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের দুটি ঘরের আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ উমর ফারুক ও উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।