।।জি এম রাঙ্গা।।
০১ ডিসেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ৫০জন বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে ৫০টি একই সাইজের জাতীয় পতাকা ধরে ৫০মিনিট ব্যাপি জাতীয় পতাকা প্রদক্ষিণ র্যালী কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কর্তৃক সারাদেশের ন্যায় একযোগে অনুষ্ঠিত হয়। উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের নেতৃত্বে জাতীয় পতাকা প্রদক্ষিণ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে শেষ হয়। এসময় অন্যদের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক জিয়াউর রহমান, নুরুজ্জামান শাহীন, ওবাইদুর রহমানসহ অনেকেই।