হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
আরডিআসএস বাংলাদেশ’র বিসি-টিআইপি প্রকল্পের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনাল এবং ইউএসএআইডি’র অর্থায়নে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা প্রমুখ। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো: খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি প্রশাসনের সকল অধিদপ্তরের কর্মকর্তা, প্রতিরোধ কমিটির সদস্য,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।