হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) কর্মসূচির আওতায় জাতিসংঘ শিশু সনদ ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সেন্টারে অবহিতকরণ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউনিসেফ’র রংপুর ও রাজশাহী প্রতিনিধি সোনিয়া আফরিন, জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।
ইউনিসেফ-এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশু সনদ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিটি প্রতিষ্ঠান এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষমাত্রা) অর্জনে শিশু সুরক্ষা বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *