কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ১৯ জনের পরিবারকে সহায়তা করেছে জোলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভাায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্যা জানান। জেলা প্রশাসক জানান, জেলায় এ পর্যন্ত ১১শ ৭০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন।

জেলার সার্বিক করোনা পরিস্থিতিতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমান, সহকারী সিভিল সার্জন ডা: বোরহান, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, তথ্য কর্মকর্তা খন্দকার নুরুনবী সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবর সভাপতি আহসান হাবিব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে করোনা পরিস্থিতিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে মাক্স পড়া নিশ্চিত, সামাজিক দুরত্ব ও স্বাস্যবিধি নিশ্চিত করোনার লক্ষ্যো মোবাইল কোর্টৈর ৮শ ৯৪টি মামলায় মোট ১১ লাখ ৭৫ হাজার ৭শ ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দ্বিতীয় ধাপে ৩শ ৭০টি মামলায় ২ লাখ ৬ হাজার ৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সকলকে সরকারী নির্দেশন মেনে চলার কথা জানান তিনি।
মতবিনিময় শেষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ৪ জনের পরিবারকে ১০ হাজার টাকার করে চেক তুলে দেয়া হয়। এর আগে মৃত্যু বরণকারী ১৫ জনের পরিবারকে ১০ হাজার টাকার করে চেক দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *