কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে করোনা কালিন স্বাস্থ্য বার্তা প্রচারে” শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয় একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল১০টায় জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। পৌর মেয়র কাজিউল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান,জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডঃআহসান হাবীব নীলু প্রমুখ।
দিনব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষক,
স্বেচ্ছাসেবক, উদ্যোক্তা,সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার গণমাধ্যম কর্মী।