স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম

স্বাধীনতা বিরোধী ব্যক্তির নাম বাতিল করে সরকারী মীর ইসমাইল হোসেন রাজারহাট কলেজের পরিবর্তে শহীদ রাউফুন বসুনিয়া সরকারী কলেজ করার দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালত চত্ত্বরের সামনের সড়কে আশির দশক ছাত্র সংগ্রাম পরিষদ ও জেলাবাসী ব্যানারে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নিলু, আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এমদাদুল হক এমদাদ ও মাজেদ আল সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, রাজারহাট উপজেলায় প্রতিষ্ঠিত সরকারী কলেজটির নাম একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে থাকতে পারে না। অবিলম্বে কলেজটির নাম পরিবর্তন করে আশির দশকে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার নাম করনের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন