মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে গরু চোর রকি ওরফে সাগর (৩০)কে আটক করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ তাকে আটক করে। আটককৃত চোর হলেন- পৌরসভার খান পাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে রকি ওরফে সাগর (৩০)।
জানা যায়, শহরের খান পাড়া এলাকার মনিরুল আলম খান এর গোয়াল ঘরের দরজা কেটে একটি গরু চুরি হয়। পরে তিনি কুুুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৮ তারিখ ২২/৮/২১ ধারা ৪৫৭/৩৮০। মামলা করার কয়েক ঘন্টার মধ্যে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে এসআই আখতারুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান শুরু করে। পরে শহরের ঘোষপাড়া থেকে চোরাইকৃর্ত গরুসহ রকি ওরফে সাগরকে আটক করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহরিয়ার বলেন, আসামি একজন কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে । আসামি আদালতে দোষ স্বীকার করেছে।