কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট ও ফুলবাড়ীতে ৩ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বানিয়াপাড়া থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী যতীন্দ্রনাথ রায়(২৭), রুবেল মিয়া(২২), শুকুর আলী ভুট্টু(২৮) ও মজিদুল(২৬)কে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার(১০ জুলাই) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাজু সরকার জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আবুল কাশেম(৫৫)কে আটক করা হয়।
শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।