কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ছায়ানটের সহায়তায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার শহরের শিশুনিকেতন চত্বরে এ কার্য্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতী আহ্মদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, জাতীয় রবীন্দ্রনাথ সঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সহ-সভাপতি ইমতে আহসান শিলু, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, নারীনেত্রী প্রতিমা চৌধুরী, জুলিয়া ইয়াসমীন রতœা, শাহ্জালাল বাবুল প্রমূখ।
এসময় জেলা সদরের বিভিন্ন এলাকার দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।