রফকিুল হায়দার, কুড়গ্রিামঃ
জাতীয় পার্টি শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। পল্লীবন্ধু শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। দেশের ক্লান্তিকালে দুর্দিনে দেশের মানুষের পাশে থেকে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ নিজেকে উৎস্বর্গ করেছেন। তার দেখা পথে পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সফলভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং দেশ ও দেশের মানুষের হয়ে কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টি দেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এজন্য আমাদেরকে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে দলকে সুসংগঠিত করা এবং পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে হবে।
শনিবার পহেলা জানুয়ারি ২০২২ ইং তারিখ পুরাতন স্টেশনস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-হলোখানা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, এমপির রাজনৈতিক সহকারী নুর আলম সিদ্দিকী লাভলু, বেগমগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া, জাতীয় শ্রমিক পার্টির মজনুজ্জামান মজনু, জাতীয় পার্টির নেতা আমিনুর রহমান, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মিরান, বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যবৃন্দ এবং জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র্যালিসহ দিনব্যাপী নানা কর্মসূচিত পালিত হয়।