কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে স্মার্ট লুঙ্গি ও নীট কনসার্ন গ্রুপ এন্ড বিশ্বাস গ্রুপের সৌজন্যে ১হাজার পরিবারের মাঝে শাড়ী,লুঙ্গি ও শিশুদের নতুন কাপড় বিতরণ করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়,অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়,রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার রায়,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবিব নীলু, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু প্রমুখ।