কুড়িগ্রাম প্রতিনিধিঃ২০-০৬-১৮
কুড়িগ্রামের পৌরসভার হরিকেশ মধ্য পাড়ায় শোবার ঘরের ধরণার সাথে ওড়না পেচিয়ে এক নব দম্পত্তি আত্মহত্যা করেছে। বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে জানান যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শহরের হরিকেশ পাড়ার পাম্প মিস্ত্রি বেলাল হোসেনের বড় পুত্র কাঠমিস্ত্রি মিলন(২০) এবং একই এলাকার মুরগী ব্যবসায়ী আইয়ুব মুন্সির মেয়ে মনিশা(১৭) দীর্ঘ দিন ধরে প্রেমের স¤পর্ক চলে আসছিল। গত মাসে তারা পালিয়ে বিয়ে করে। বিষয়টি মেয়ের মা মিনা বেগম (৪৫) মেনে নেননি। এনিয়ে প্রায় সময় মা-মেয়ের মনমালিন্য চলছিল। বুধবার সকালেও মনিশা তার মায়ের কাছে যান এবং সেখান থেকে ফিরে এসে তারা-স্বামী-স্ত্রী মোবাইলে গান শুনছিল। দীর্ঘক্ষণ তাদের সারা শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজার পর্দা সরিয়ে দেখে তারা ওড়না দু’দিকে দুজন ঝুলে আছে। পড়ে নামিয়ে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।