কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
“ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি হলরুমে গত ১৭ অক্টোবর’২০২১ইং রবিবার দিনব্যাপী ইউকেএইড এর অর্থায়নে ও সাইট সেভার্স এর সহযোগীতায় দিবসটি উদযাপন করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর, কুড়িগ্রাম এর আয়োজনে এবং “দি রাইট টু হেলথ, ব্রের্কিং ডাউন বেরিয়ার্স টু আই হেলথ ইন সাউথ এশিয়া” শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মার্ট সাদাছড়ি ও কৃতিমান দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রাইজবন্ড বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের ইনকু¬শন অফিসার অরবিন্দু রায়, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কুড়িগ্রাম এর রিহ্যাবিলিটেশন অফিসার হাবিবা সুলতানা, ফ্রেন্ডশীপ কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক তহিদুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ শামসুজ্জামান, একতা সংসদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রুবেল আলম মন্ডল, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ, নগদ অর্থ বিতরণ করা হয়। আগামী ২৩ অক্টোবর কুড়িগ্রাম প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার অফিস চত্ত্বরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজিত করার ঘোষণা দেয়া হয়।