মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
’অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৩ ডিসেম্বর শনিবার সকালে ৩১ তম আর্ন্তজাতিক এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান, ফ্রেন্ডশীপ এর প্রোজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান, সিনিয়র সুপারভাইজার মাহফিজুর রহমান, ফিজিওথেরাপিস্ট উম্মে হাবিবা, সিডিডি এর এফসি আব্দুল মান্নান, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি এন্ড ইনক্লুশন এর বেজ ম্যানেজার মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ন্যাঢ্য র্যালী জেলা প্রশাসক মহোদয় এর অফিস থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি এন্ড ইনক্লুশন, কুড়িগ্রাম-এর আওতায় প্রকল্পের সদস্যদের মধ্যে ০৪টি স্পেশালসীট চেয়ারসহ, টয়লেট চেয়ার, ক্রাচ, সাদাছড়ি, ওয়াকিং ফ্রেমসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সাইট সের্ভাস এর একীভুত চক্ষু সেবার কর্মসূচির আওতায় মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী দিবস উদযাপনে জেলা প্রশাসনকে সহযোগিতা করা হয়। প্রতিবন্ধী দিবস উদযাপনে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর, সাইট সেভার্স, ফ্রেন্ডশীপ, সিডিডি, প্রতিবন্ধী স্কুল, কেপিকেএস, এসজেএসকেএস সহ অন্যান্য সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
এইচআই এর কুড়িগ্রাম সাইট অফিসের বেজ ম্যানেজার মো: আব্দুল গফুর জানায়, প্রতিবন্ধী দিবসটি উদযাপনে সকল অংশগ্রহণকারীদের মাঝে দিবসের প্রতিবাদ্য বিষয় সম্বলিত টি-শার্ট এবং নাস্তা প্রদানে আর্থিক সহযোগিতা প্রদান করে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল।
মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায় জানায়, দিবসটি উদযাপন উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর সাইট সেভার্স এর একীভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সকল অংশগ্রহণকারীদের মাঝে দিবসের প্রতিবাদ্য বিষয় সম্বলিত ক্যাপ বিতরণ করা সহ সার্বিক সহযোগিতা দেয়া হয়।
#