কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমক ভাবে পালিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা শহরের খলিলগঞ্জ এলাকায় পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিজস্ব অফিসে ৩ ডিসেম্বর শনিবার সকালে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেবা গ্রহিতা, ডাক্তার, নার্স, মাঠকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক সহিদুল ইসলাম শিমুল আগামী দিনে কুড়িগ্রাম জেলায় সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।