কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে পাট উৎপাদন ও পাটজাত পন্যের বাজার সম্প্রসারন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা পরিষদ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকবুল হেসেন, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াছ আলী ও ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার জুলফিকার ইসলাম প্রমুখ।
পাট ও পাটজাত পন্যের ব্যবহার, সম্প্রসারন ও বাজারজাত করনের জন্য বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন বক্তারা। যাতে করে স্থানীয় ভাবে পাট উৎপাদন করে পরিবেশ বান্ধব পন্য তৈরি এবং বাজারজাত করে বেশি মুনাফা অর্জন করা যায়। এতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং কৃষকের পাশাপাশি আরো অনেক মানুষ পাটজাত পন্য তৈরিতে কাজ করতে পারবে।