হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম: ০৫-০৮-১৯
কুড়িগ্রামে ১ হাজার বন্যার্ত পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলার উলিপুর উপজেলার হাতিয়া ও চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় বানভাসীদের চাল, ডাল, তেল. স্যালইন, গ্যাসলাইট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজ দেবদাস ভট্টাচার্য্য, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএল আবুল হোসেন, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার প্রমুখ।
এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, আইন-শৃংখলার পাশাপাশি জনগণের দুর্ভোগে পুলিশ সবসময় পাশে দাঁড়িয়েছে। এখন সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে সকলের ডেঙ্গু থেকে সাবধান হওয়ার জন্য বাড়ীর আশেপাশের ময়লা-আবর্জনা পরিস্কার করা উচিৎ।